দেশে হঠাৎ করেই গত নভেম্বর মাসে রীতিমত অ্যাক্টিভ মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিটিআরসির নভেম্বরের হিসাবে দেখা গেছে, মোবাইল গ্রাহকের সংখ্যা এ মাসে বেড়েছে প্রায় ছয় লাখ।
সবচেয়ে বেশি গ্রাহক নিয়ে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। তাদের গ্রাহকের পরিমাণ সাত কোটি ২৩ লাখ ৮৬ হাজার। দ্বিতীয় অবস্থানে থাকা রবির গ্রাহক চার কোটি ৭০ লাখ ৭৫ হাজার, বাংলালিংকের তিন কোটি ৩৭ লাখ চার হাজার এবং সরকারি অপারেটর টেলিটকের গ্রাহক ৩৮ লাখ ৮৩ হাজার।
তবে নভেম্বরে ইন্টারনেট গ্রাহকের পরিমাণ দাঁড়িয়েছে ৯ কোটি ১৮ লাখ ১৮ হাজার। যা গত দুই বছর পরে নিম্নমুখী। এ মাসে অন্তত ছয় লাখ গ্রাহক কমেছে বলে বিটিআরসির ওয়েব সাইটে দেয়া তথ্যে জানা গেছে।
বিটিআরসি সর্বশেষ ৯০ দিনে সক্রিয় হয়েছে এমন সিমকে মোবাইল গ্রাহক এবং ইন্টারনেট গ্রাহক হিসেবে ধরে থাকে।