নেইমারের দুর্দান্ত পিএসজি

লেখক:
প্রকাশ: ৭ years ago

নেইমারকে আনার পর পিএসজি এখন বিশ্বসেরা ক্লাবের মর্যাদায় আসীন হতে চেষ্টার সর্বোচ্চটাই করছে। দলে ব্রাজিলিয়ান অধিনায়ক ছাড়াও রয়েছেন তার স্বদেশি দানি আলভেজ, তরুণ তারকা ফিলিপ এমবাপ্পে, উরুগুয়ান এরিক কাভানি।

এমন সব তারকার সমাহার যে দলে, সেই দল ইউরো সেরা হওয়ার দাবি করতেই পারে। সেই পথে এর মধ্যেই হাঁটতে শুরু করেছে। চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সফল ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে যেভাবে ম্যাচ জিতল পিএসজি, তাতে শিরোপার দাবিদার বলাই যায়। নেইমার, কাভানি ও আলভেজের গোলে পিএসজি ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পাঁচবারের ইউরোপিয়ান সেরা ক্লাব বায়ার্নকে। খেলার ৯ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক পিএসজি। মাঝমাঠ থেকে বল ধরে নেইমার একক প্রচেষ্টায় বায়ার্নের রক্ষণভাগকে কাটিয়ে বক্সে ঢুকে আড়াআড়ি মাইনাস করেন ডান দিকে। বক্সের বাইরে থেকে ছুটে আসা আলভেজ ডান পায়ের বুলেট গতির শটে এগিয়ে নেন পিএসজিকে (১-০)। ৩২ মিনিটে কাভানি এগিয়ে নেন দলকে। ফ্রেঞ্চ বিস্ময় বালক এমবাপ্পে দারুণ এক পাস দেন কাভানিকে। কাভানি মাথা ঠাণ্ডা রেখে গোলসংখ্যা দ্বিগুণ করেন ডান পায়ের দৃষ্টিনন্দন সোয়ার্ভিং শটে (২-০)। দ্বিতীয়ার্ধে এমবাপ্পের জাদুতে আরও একটি গোল করে পিএসজি। গোলটি করেন নেইমার।