রোহিঙ্গা শিশুদের জন্য ১৩শ স্কুল করবে ইউনিসেফ

লেখক:
প্রকাশ: ৭ years ago

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শিশুদের জন্য ১৩শ’র অধিক স্কুল স্থাপন করবে ইউনিসেফ। বর্তমানে ইউনিসেফ কক্সবাজারের অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পগুলোতে শিশুদের জন্য ১শ’ ৮২টি স্কুল পরিচালনা করছে এবং এতে ১৫শ’র মত শিশু শিক্ষা লাভ করছে বলে আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আগামী বছরের মধ্যে পরিধি বৃদ্ধি করে ১৫শ’ থেকে ২ লাখ রোহিঙ্গা শিশুকে এই কার্যক্রমের আওতায় নিয়ে আসার পরিকল্পনা আছে ইউনিসেফের।
সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেডার বলেন, এই সংকটপূর্ণ সময়ে রোহিঙ্গা শিশুরা অনেক বেশি ভুক্তভোগী, এই সময়ে তাদের নিরাপদ ও প্রাকৃতিক পরিবেশে শিক্ষার সুযোগ দেওয়া উচিত।
তিতিন আরো বলেন, এখনই তাদের পর্যাপ্ত স্বাভাবিক জ্ঞানের প্রয়োজন, যাতে তারা তাদের ভবিষ্যত গড়তে পারে।