বরিশাল নগরীর জিয়া সড়কে তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। স্থানীয় লোকজন এবং বরিশাল ফায়ার স্টেশনের দুটি ইউনিটের এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার রাত পৌনে ৮টার দিকে জিয়া সড়ক এলাকার সিরাজেরর একটি তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বরিশাল ফায়ার স্টেশনের ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান, বুধবার রাত পৌঁনে ৮টার দিকে জিয়া সড়ক এলাকার একটি তুলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পাশের তিনটি দোকানেও ছড়িয়ে পড়ে। এতে করে ১টি টেইলার্স,১টি চায়ের দোকান ও ১টি আরএফএল প্লাস্টিক পন্য বিক্রয়ের প্রতিষ্ঠান পুড়ে যায়।প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন।
পরে বরিশাল ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে গোডাউনের বেশির ভাগ তুলা পুড়ে গেছে। রাত পৌনে ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনেন। তবে কেউ হতাহত হয়নি।
তিনি আরো জানান, তুলার গোডাউনের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এতে ২ লক্ষ টাকার মালামালের ক্ষতি হয়েছে।