ইজতেমায় সংঘর্ষের ঘটনার তদন্ত করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

শনিবার বিশ্ব ইজতেমায় আধিপত্য নিয়ে সংঘর্ষের ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আরও জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা হবে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আজ বিশ্ব ইজতেমায় আধিপত্য নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হন। আহত হন অর্ধশতাধিক মানুষ। ভোর থেকে তাবলিগ জামাতের দুই পক্ষের মুখোমুখি অবস্থান পরে সংঘর্ষে রূপ নেয়।
আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে ‘সমস্যা সমাধানে’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিকেল চারটায় বৈঠক হয়। ওই বৈঠকে পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাবলিগের দুই পক্ষের মুরব্বিরা উপস্থিত ছিলেন। আড়াই ঘণ্টাব্যাপী বৈঠকের পর সেখানে নেওয়া সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বৈঠকে উভয় পক্ষের মতামতের ভিত্তিতে ইজতেমার মাঠ ও এর মসজিদের নিয়ন্ত্রণ প্রশাসনের হাতে থাকবে বলে সিদ্ধান্ত হয়। এ ছাড়া নির্বাচনের আগে পর্যন্ত ইজতেমার মাঠে সব ধরনের সভা-সমাবেশ বন্ধ থাকবে বলেও সিদ্ধান্ত হয়।

আজকের বৈঠকে তাবলিগ জামাতের দুই পক্ষই আজকের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলে বৈঠক সূত্র জানায়।