আবদুর রহমান সালেহ, বরগুনা॥ বরগুনার আমতলী উপজেলার প্রশাসন-নাগরিকদের সমন্বয়ে পরিচালিত ফেসবুক গ্রুপ পিপলস ভয়েস অফ আমতলীতে (পিভিএ) পোস্টের ভিত্তিতে হুইলচেয়ার পেলো প্রতিবন্ধী মনোরা বেগম।
শনিবার সকালে বেসরকারি সংস্থা কোডেকের মাধ্যমে প্রাপ্ত হুইলচেয়ার মনোরার হাতে তুলে দেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন।
কোডেকের আমতলী অফিসে হুইলচেয়ার বিতরণী আয়োজনে কোডেকের মাঠ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন আমতলী পৌরসভার সাবেক মেয়র মোঃ নাজমুল আহসান নান্নু, প্রেসক্লাব সভাপতি মোঃ জাকির হোসাইন, স্থানীয় বেসরকারি সংস্থা এনএসএস’র নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, আমতলী সরকারী কলেজের প্রভাষক মোঃ নজরুল ইসলাম তালুকদার, প্রেসক্লাবের তথ্য, গবেষণা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহসীন মাতুব্বর, পিপলস ভয়েস অফ আমতলী ফেসবুক গ্রুপের মডারেটর জোসেফ মাহতাব, আবদুর রহমান সালেহ ও কোডেকের কর্মী মোহাম্মদ বাবু প্রমুখ।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবন্ধী মনোরার হুইলচেয়ারপ্রাপ্তির বিষয়টি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।