ঢাকাই এক সময়ের দাপুটে নায়ক জসিম। প্রয়াত হওয়া এ নায়কের নামে এফডিসিতে একটি ফ্লোরেরও নাম করণ করা হয়েছে। এবার তাকেই নিয়ে আসা হচ্ছে পর্দায়! জসিমের মতোই একজনকে নকল জসিম সাজিয়ে অভিনয় করানো হচ্ছে একটি প্রতিষ্ঠিত কোম্পানির পিভিসি পাইপের একটি বিজ্ঞাপনচিত্রে।
জানা গেছে, জসিমের চরিত্রে অভিনয় করবেন রিয়েল নামের একজন। যার চেহারার সাথে অনেকটা জসিমের চেহারার মিল রয়েছে। বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করছেন নাফিস রেজা। শৈল্পিক নির্দেশনায় আছেন আশরাফুল আলম রিপন।
রিপন বললেন, বিজ্ঞাপনের গল্পে জসিমকে দেখা যায় তিনি নানামুখী চাপে থাকেন। এই চাপ অসহনীয়, চাপ থেকে মুক্তি কীভাবে মিলবে? বিজ্ঞাপনেই মেলে তার সমাধান। মূলত এটা প্রতিষ্ঠিত করার জন্যই শ্রদ্ধেয় জসিমকে আমরা হাজিরকে করেছি। জসিমের লুক- আনার জন্য রিয়েলকে আমরা যথার্থভাবে ঠিক করেছি।’