বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ১৮ জন কর্মকর্তার টাইমস্কেল মঞ্জুর করেছে সরকার। অর্থ বিভাগের উপসচিব মুন্সী আবদুল আহাদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন অর্থ মন্ত্রণালয় আজ বুধবার (১৭ অক্টোবর) জারি করেছে।
এতে বলা হয় ৫ম গ্রেডে ৮ বছর চাকরি পূর্তিতে শর্তসাপেক্ষে ১৮ জনের ৪ নং স্কেলে (জাতীয় বেতন স্কেল, ২০০৫ এর ৪র্থ গ্রেডে ১৫০০০-১৯৮০০ টাকা) টাইমস্কেল মঞ্জুর করা হলো।
শর্তগুলো হচ্ছে-কর্মকর্তারা ২০০৯ সালের ১ জুলাই হতে আর্থিক সুবিধা পাবে।
এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তারা শুধুমাত্র বেতন নির্ধারণী সুবিধা ছাড়া ২০০৯ সালের ১ জুলাইয়ের পূর্বের কোনো বকেয়া প্রাপ্য হবেন না। কোনো ক্যাডার কর্মকর্তা পদোন্নতি ব্যতিরেকে একই পদে একটির বেশি টাইম স্কেল সুবিধা পাবেন না।
যে ১৮ কর্মকর্তার টাইমস্কেল মঞ্জুর