দীর্ঘ নয় বছর পর বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লীগ এর ম্যাচ। সোমবার (১৫ অক্টোবর) ওয়ান্টন ২০তম জাতীয় ক্রিকেটলীগ ২০১৮ এর ম্যাচ বরিশাল ভেন্যুতে অনুষ্ঠিত হবে। বরিশাল বনাম রাজশাহীর মধ্যে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
রোববার বেলা সাড়ে ১২টায় বরিশালের ভেণ্যু জাতীয় ক্রিকেট লীগ এর ম্যাচ উদ্বোধন উপলক্ষে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের লাউঞ্জে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলমগীর খান আলো।
তিনি বলেন, সর্বশেষ ২০০৯ সালের আগে বরিশাল স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লীগ এর খেলা অনুষ্ঠিত হয়েছিলো। এর পর জাতীয় লীগ এর আসর বসলেও এর কোন ভেন্যু বরিশালে রাখা হয়নি। আমাদের উন্নত মানের হোটেল, যাতায়াত ব্যবস্থা ভালো না থাকার কারনে এমনটা হয়েছে। বর্তমানে বরিশালে আধুনিক হোটেল ও যাতায়াত ব্যবস্থা ভালো হয়েছে । আমাদের বিশ্বাস বরিশাল স্টেডিয়ামে জাতীয় ক্রিকেটলীগের আয়োজন হবে।
এবার বরিশাল স্টেডিয়ামে ওয়াল্টন ২০তম জাতীয় ক্রিকেটলীগ এর দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের মোট তিনটি খেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৫ অক্টোবর সোমবার সকাল নয়টায় বরিশাল ও রাজশাহী বিভাগের খেলা অনুষ্ঠিত হবে বরিশাল ভেন্যুতে। চার দিনের টেস্ট ম্যাচের উদ্ধোধন করবেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। এবছর বরিশালের টিমে জাতীয় দলের খেলোয়াড় মোসাদ্দেক সৈকত, শাহরিয়ার নাফিজ, সোহাগ গাজী, আল আমিন ও সদ্য জাতীয় দলে ডাক পাওয়া অলরাউন্ডার ফজলে রাব্বি।
এছাড়া রাজশাহী টিমে সাব্বির রহমান, তাইজুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, নাজমুল হাসান শান্ত, আফতাব আহমেদ থাকবেন। তবে অসুস্থতার কারনে বাংলাদেশের ওয়ান্ডে দলের অধিনাকন মুশফিকুর রহিমের রাজশাহী টিমে খেলা অনিশ্চিত বলে জানিয়েছেন মতবিনিময় সভায় উপস্থিত থাকা রাজশাহী টিমের অধিনায়ক জহিরুল ইসলাম অমি। খেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কতৃপক্ষ ।
তিনি বলেন, বলেন, বরিশাল ভেন্যুতে মোট ৩টি খেলা হবে। যার মধ্যে দ্বিতীয় রাউন্ডের দুটি। বাকি একটি পরবর্তী রাউন্ডের খেলা। অবশ্য গত ৮ অক্টোবর বরিশাল ভেন্যুতে প্রথম ম্যাচটি হওয়ার কথা ছিলো। কিন্তু বরিশাল শেবামেক এর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আসা চিকিৎসকদের কারনে সকল হোটেল বুক হয়ে থাকায় ওই দিনের ম্যাচটি অন্য ভেন্যুতে হয়েছে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগের অধিনায়ক কামরুল ইসলাম রাব্বি, রাজশাহী দলের অধিনায়ক জহিরুল ইসলাম অমি, বরিশাল বিভাগের বিভাগীয় কোচ তাশরিকুল ইসলাম টুটাম, বরিশাল দলের ম্যানেজার এ.কে.এম শহিদুল ইসলাম, রাজশাহী গ্রান্ড লেফট ফ্যসেলিটি ম্যানেজার আ: বাতেন, বরিশালের সিনিয়র ক্রিকেটার আমিনুল হক মাসুম প্রমুখ।