বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) সামনে থেকে ছিনতাই করে পালানোর সময় আরিফ জমাদ্দার (৩৫) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১৪(অক্টবর) রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে আটক করা হয়।কোতয়ালী মডেল থানার এসআই খাইরুল বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র জানায়, মেডিকেলের সামনে দারিয়ে থাকা এক মহিলার থেকে ৪ হাজার টাকা ও ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় আরিফকে আটক করে জনতা।পরে তাকে পুলিশের কাছে সপর্দ করেন।
ওই আটক ছিনতাইকারীর বিরুদ্ধে কোন অভিযোগ দায়েরের ব্যপারে কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
এ ব্যপারে এসআই খাইরুলের মুঠোফোনে কল দিলে ডিউটি অফিসারকে কল করে জানতে বলেন তিনি।এবং ডিউটি অফিসারকে কল করলে তিনিও আটকের বিষয়টি নিশ্চিত করে ও মামলার বিষয়ে জানার জন্য এসআই খাইরুলের সাথে যোগাযোগ করতে বলেন।