 
                                            
                                                                                            
                                        
মাদারীপুর পৌর শহরের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে পৌর শহরের পাকদী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- জেলা শহরের মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের আনিস মাতুব্বরে ছেলে সিরাজুল মাতুব্বর (২৯) ও ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে সুমন মাতুব্বর (২২)।
বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর থানা পুলিশের ওসি কামরুল হাসান বলেন, শহরের পাকদী এলাকার হাবিবুর রহমান মোল্লার নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন শ্রমিক সিরাজুল। তিনি ফিরে না আসায় শ্রমিক সুমন সেখানে প্রবেশ করেন। এ সময় তিনিও অসুস্থ হয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।