বরিশালের গৌরনদীতে র্যাবের অভিযানে ইয়াবাসহ দুই জন আটক।বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামালা দায়ের করা হয়েছে।
র্যাব-৮ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, বরিশাল সিপিএসসি ক্যাম্পের একটি দল গৌরনদী থানা এলাকায় অভিযান চালায়।
অভিযানে কাশেমাবাদ গ্রামের লালপোল ব্রিজ সংলগ্ন সড়ক থেকে স্থানীয় মো. ইমরান বয়াতীকে ৭০ পিস ও গৌরনদী থানার পিংগলাকাঠী এলাকার অনিক ইসলামকে (১৯) ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।