How tea is served at The Chappati Factory in Ponnani, Kerala.
সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক আলোচনায় আসছে বিভিন্ন ঘটনা। তারই ধারাবাহিকতায় এবার টুইটারে ঝড় তুলেছে চা তৈরির ভিডিও। আর তাতেই তিনি এখন ‘সুপার হিরো’!
অজ্ঞাতনামা এই ব্যক্তি নিতান্তই একজন চা বিক্রেতা। তিনি নিজের কৌশলেই সংবাদের শিরোনামে উঠে এসেছেন। ভারতের কেরালা রাজ্যের পোন্নানি শহরের ‘দ্য চাপাটি ফ্যাক্টরি’ নামের রেস্তোরাঁর চা-বিক্রেতা তিনি।
গণমাধ্যম সূত্রে জানা যায়, মেঘা মোহন নামের একজন টুইটারে ৪০ সেকেন্ডের ভিডিওটি টুইট করেন। এই ভিডিও টুইট করার পর ১৭ হাজারেরও বেশি বার তা রিটুইট হয়। লাইকের সংখ্যা প্রায় ৪৫ হাজার।
ভিডিওতে দেখা যায়, চার গ্লাস চা টেবিলে রাখা রয়েছে। চায়ের গ্লাসে তিনটি স্তর- চা, ক্রিম আর ফেনা। চা তখনও তৈরি হয়নি। এমন সময় তার আগমন। চায়ের গ্লাস টেনে নিয়ে হাতের এক বিশেষ ঝটকায় তিনি তৈরি করে ফেলেন চা। একে একে চার কাপ চা-ই তিনি তৈরি করেন একই প্রক্রিয়ায়। চা তৈরির এমন কৌশল আগে কেউ দেখেছেন বলে মনে হয় না।
নাম না জানা এই চা বিক্রেতাকে সবাই ‘টি ম্যান’ বলে ডাকেন। স্থানীয়রা দাবি করেন, চা তৈরির জন্য তাকে পদ্মশ্রী পদক দেওয়া হোক।
ভিডিওটি দেখুন-