সোহেল আহমেদ: সাংবাদিকরা জাতির বিবেক। সেই বিবেক আজকের বাস্তবতায় সন্ত্রাসীদের টার্গেটে পরিনত হয়েছে। বরিশালসহ সারা দেশের সাংবাদিকদের উপর নির্যাতন, নিপিরন বেড়েই চলেছে। হত্যার স্বিকার হচ্ছে। এসব নির্যাতনসহ নানা অঘটনের খবর এখন নিত্তদিনের।
সাংবাদিকরা জীবনের ঝুকি নিয়ে পথে প্রান্তরে অনুসন্ধান করে লিখে বলেই সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উন্নয়ন জনগনের কাছে প্রচারিত হয়। কিন্তুু এই সাংবাদিকরা তাদের জীবনের নুন্যতম নিরাপত্তাটুকু পাচ্ছে না। সময় এসেছে এখন সাংবাদিকদের নির্যাতন বিরোধি সুরক্ষা আইন প্রনয়ন করা।
বরিশালের ঐতিহ্যবাহী রিপোর্টার্স ইউনিটির নব-নির্বাচিত সভাপতি সাংবাদিক নজরুল বিশ্বাস অনলাইন পোর্টাল বাংলা আর্থটাইমস্ ২৪ ডটকমের এর সাথে একান্ত সাক্ষাৎকারে উপরোক্ত কথাগুলো তুলে ধরেন। সম্প্রতি আয়োজিত রিপোটার্স ইউনিটির ১৮তম বার্ষিক সভায় নজরুল বিশ্বাস সভাপতি নির্বাচিত হন। বাপ্পি মজুমদার সাধারন সম্পাদক, মুশফিক সৌরভ যুগ্ন-সম্পাদক, আরিফ সুমন কোষাদক্ষ এবং এম জুয়েল প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এছাড়াও আনিসুর রহমান খান স্বপন,আলী খান জসিম ও বিধান সরকারকে নির্বাহী সদস্য করা হয়েছে।
প্রবীন সাংবাদিক এ্যাড.মানবেন্দ্র বটব্যাল নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন বলে জানান নজরুল বিশ্বাস।