র্যাব-৮ এর অভিযানে পটুয়াখালীর কলাপাড়া থেকে শীর্ষ সন্ত্রাসী জুয়েল প্যাদাকে (৩২) ওয়ান শুটার গানসহ গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার ১৭ আগস্ট রাত সাড়ে ১০টায় কলাপাড়া থানাধীন ৭নং ওয়ার্ডস্থ চাকামাইয়া পুরাতন ব্রিজ রোড সংলগ্ন মোকলেস স-মিলস এর সামনে পাকা রাস্তা উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ জুয়েল প্যাদা(৩২) কলাপাড়া থানার টিয়াখালী মোঃ ফারুক প্যাদার ছেলে। র্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সূত্রটি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে, পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন ৭নং ওয়ার্ডস্থ চাকামাইয়া পুরাতন ব্রিজ রোড সংলগ্ন মোকলেস স-মিলস এর সামনে পাকা রাস্তা উপর একজন লোক অবৈধ অস্ত্র সহকারে অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করিতেছে । প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ আভিযানিক দলটি ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ হাছান আলী, সিনিঃ সহকারী পরিচালক এর নেতৃত্বে আনুমানিক ২২.২০ ঘটিকায় উল্লিখিত ঘটনাস্থলে পৌছলে র্যাবের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে জুয়েল প্যাদাকে আটক করেন।
এ সময় আসামী জুয়েলের শরীর তল্লাশী করে একটি ওয়ান শুটার গান, ০৪টি কার্তুজ, নগদ ১৫৫০/-টাকা, ০২টি মোবাইল সেট ও ৪টি সীম কার্ডসহ উদ্ধার করেন। জুয়েল প্যাদ্যার বিরুদ্ধে আমতলী থানার হত্যা ও অস্ত্র মামলাসহ, পটুয়াখালী কলাপাড়া থানায় ৭টি মামলার ওয়ারেন্ট আছে। এ ব্যাপারে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।