শোকের মাসে বিজয়ের কোন শুভেচ্ছা নিচ্ছেন না সাদিক আবদুল্লাহ্

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশাল সিটি কর্পোরেশন এর নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ শোকের মাস আগষ্টে কোন ধরনের বিজয় মিছিল ও আনন্দ র‌্যালী করেননি। এমনকি হাজার হাজার নেতাকর্মি ও ৩০ জুলাইর ভোটে নির্বাচিত কাউন্সিলরবৃন্দসহ নগরীর বিভিন্ন পেশার মানুষের পক্ষ থেকে নিয়ে আশা ফুলের শুভেচ্ছাও গ্রহন করেননি তিনি। এ বিষয়ে মেয়র সাদিক আবদুল্লাহ বলেন এই শোকের মাস আগষ্টেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার দাদা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সহ বঙ্গবন্ধু ও আমার পরিবারের অসংখ্য ব্যক্তিকে স্বপরিবারে ঘাতকরা নির্মমভাবে হত্যা করেছে।

১৯৭৫ সালের ১৫ই আগষ্ট এসব হত্যাকান্ড চালায় ঘাতকরা। তাই এই শোকের পুরো মাসটাই আমাদের জন্য শোকের ও কষ্টের। সেজন্যই ৩০শে জুলাই সিটি নির্বাচনে আমি বিজয়ী হয়েও কোন ধরনের বিজয় র‌্যালী ও আনন্দ মিছিল করিনি। পাশাপাশি আমাদের আওয়ামী লীগের কোন দলীয় কাউন্সিলর বৃন্দদেরকেও এসব কর্মকান্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে। তিনি আরও বলেন নির্বাচিত হওয়ার পরে অর্থাৎ আগস্টের প্রথম দিনেই আমি আমার নব নির্বাচিত কাউন্সিলর ও বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে টুঙ্গিপাড়ার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কবর জিয়ারত করেছি। তাই আমাদের সকল নেতাকর্মিকে এই শোকের মাসে দোয়া মোনাজাত করে শহীদ হওয়া সকলের রুহের মাগফেরাত কামনা করতে বলা হয়েছে।