 
                                            
                                                                                            
                                        
জাকারিয়া আলম দিপুঃ ডিআইজি পদমর্যাদার বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নতুন কমিশনার হিসেবে যোগদান করছে মোশারফ হোসেন। আজ ৩১ জুলাই মঙ্গলবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার মোশারফ হোসেন বরিশালে আগমন করেন ।এসময় পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মাহ্ফুজুর রহমান বিপিএম বরিশাল বিমান বন্দরে তাকে স্বাগত জানায়।
উল্লেখ্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিআইজি মোশারফ হোসেন। গত বৃহস্পতিবার (২৬ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। পাশাপাশি জনস্বার্থে জারি করা এ বদলির আদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে আজ থেকে কার্যকর হয়। গতকাল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আজ তিনি নতুন কর্মস্থলে আগমন করলেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে- বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি পদমর্যাদার মোশারফ হোসেনকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।