৫২ বছর পর ফুটবলে এমন লজ্জার রেকর্ড

লেখক:
প্রকাশ: ৬ years ago

একের পর রেকর্ড গড়ে এমনিতেই শিরোনামে রাশিয়া বিশ্বকাপ। গ্রুপ পর্বে বেশি গোলের রেকর্ড, পেনাল্টির রেকর্ডসহ আরো অনেক কিছু।  তবে স্বাগতিক রাশিয়া এমন একটি রেকর্ড গড়লো যেটা মোটেও চায়নি দলটি। বিশ্বকাপে সবচেয়ে বেশি আত্মঘাতী গোল হজম করার রেকর্ড গড়েছে দলটি। গ্রুপপর্বে উরুগুয়ের পর দ্বিতীয় রাউন্ডে আবার নিজেদের জালে বল জড়িয়েছেন রাশিয়ার ফুটবলাররা। এর আগে এক বিশ্বকাপে দুটি আত্মঘাতী গোল হজম করার রেকর্ডটি ছিল বুলিগেরিয়ার। সেটি ১৯৬৬ সালে।

রাশিয়ায় আত্মঘাতী গোলের সংখ্যাটা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত মোট দশটি আত্মঘাতী গোল নিয়ে তালিকার শীর্ষে রয়েছে এবারের বিশ্বকাপ। যদিও টুর্নামেন্ট কেবল মাঝপথে। এর আগে ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে সর্বমোট ৬টি আত্মঘাতী গোল হয়েছিল।

গ্রুপপর্বের শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে আত্মঘাতী গোল হজম করেছিল রাশিয়া। সেদিন ম্যাচে ২৩তম মিনিটে নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন ডেনিস চেরিশেভ। দিয়েগো ল্যাক্সালটের বুলেট গতির শট চেরিশেভের পায়ে লেগে ঢুকে যায় রাশিয়ার জালে।

আজ ম্যাচের মাত্র ১১ মিনিটের মাথায় আত্মঘাতি গোল খেয়ে পিছিয়ে পড়ে রাশিয়া। জর্দি আলবাকে ফাউল করায় স্পেন বক্সের বাইরে থেকে ফ্রি কিক পায়। হেড করতে ওতপেতে রামোসকে ট্যাকল করেন রাশিয়ার ডিফেন্ডার। রামোসকে নিয়ে পড়েই যান ইগনাশিভিচ। আর বল এসে লাগে পায়ে। কোন প্রকার শট বা চাপ তিনি বলে প্রয়োগ করেননি। তাতেই বল ঢুকে যায় রাশিয়ার জালে।