আজ আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারানোর ম্যাচে পেলের একটা কীর্তিও ছুঁয়ে ফেললেন এমবাপ্পে। ১৯ বছর ৬ মাস বয়সী এই ফরোয়ার্ড আজ ৫ মিনিটের মধ্যে জোড়া গোল করেছেন। বিশ্বকাপের এক ম্যাচে এত কম বয়সে জোড়া গোল করার কীর্তি আর আছে কেবল পেলের। ১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে জোড়া গোল করেছিলেন। ১৭ বছর ৮ মাস বয়সে বিশ্বকাপে জানান দিয়েছিলেন, কী এত বিস্ময় প্রতিভা আসতে যাচ্ছে।
পেলে শেষ পর্যন্ত ক্যারিয়ারের ইতি টেনেছিলেন তিনটি বিশ্বকাপ জিতে। এমবাপ্পের এ তো মাত্রই শুরু। তবে রিয়াল মাদ্রিদের মুখে গ্রাস থেকে ছিনিয়ে নেওয়া পিএসজির এই খেলোয়াড় ফুটবলে আগামীর সবচেয়ে বড় তারকা যে হতে যাচ্ছেন, তার সাক্ষী হতে শুরু করল এবারের আসর। এখন পর্যন্ত ৫টি শট নিয়েছেন গোলে। দুবার গোলরক্ষক ঠেকিয়েছে। বাকি তিনটাই গোল। সামনে শেষ আটের লড়াই। এমবাপ্পের নিজেকে আরও ছাড়িয়ে যাওয়ার সুযোগ।
আর বাকি ভবিষ্যৎ তো পরেই রইল সামনে!