 
                                            
                                                                                            
                                        
বরিশাল নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধীক মাদক মামলার আসামি শিল্পীকে ৬০ পিচ ইয়াবাসহ আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে তাকে আটক করে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ১২ টার দিকে নগরীর আমানতগঞ্জ এলাকায় মাদক বিক্রির সময় শিল্পীকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ৬০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। শিল্পী নগরীর রসুলপুর কলনীর নজরুলের স্ত্রী।
অভিযানে নেতৃত্ব দেন কোতয়ালী মডেল থানার এসআই সাইদুল হক, শামিম, এএসআই সুমন ও বিধান।