রোহিঙ্গাদের উপর গোয়েন্দা নজরদারি চলছে: মনিরুল ইসলাম

লেখক:
প্রকাশ: ৭ years ago
মনিরুল ইসলাম

মিয়ানমারের আরাকান রাজ্য থেকে দেশটির সেনাবাহিনীর নির্যাতন ও সহিংসতার মুখে জীবন নিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে রোহিঙ্গারা। এদের মধ্য থেকে কেউ যেন জঙ্গি কার্যক্রমে রিক্রুট না হতে পারে সে বিষয়ে গোয়েন্দা নজরদারি চলছে।

শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম গোয়েন্দা নজরদারির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে কেউ যাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে এবং ঝিমিয়ে পড়া জঙ্গিরা যাতে চাঙ্গা না হয়ে উঠে এ জন্য গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি ও তৎপরতা রয়েছে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট ভোররাত থেকে রাখাইনে সীমান্তরক্ষী পুলিশের সঙ্গে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের সংঘাত শুরু হয়। এরপর থেকেই রোহিঙ্গা দমন অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। এদিকে প্রাণ বাঁচাতে এরইমধ্যে ৩ লাখেরও বেশি শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।