জয়কে ছাপিয়ে গেল হাতাহাতি
আলেকজান্ডার কোলারভের গোলে কোস্টারিকার বিরুদ্ধে ১-০ ব্যবধানে জিতে ব্রাজিলের গ্রুপে এক খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো সার্বিয়া। তবে ‘ই’ গ্রুপের খেলাটিতে জয়কে ছাপিয়ে যায় দু’দলের মধ্যকার হাতাহাতি। কোলারভ রাশিয়ার সামারা শহরে গত রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় অনুষ্ঠিত খেলাটিতে ফ্রি কিক থেকে গোলটি দেন। দ্বিতীয়ার্ধে ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের চোখ ধাঁধানো শটে করা গোলটি তাকে তুলে আনে আলোচনায়। এর আগে রাশিয়ার আলেকজান্ডার গোলাভিন ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোও দুর্দান্ত ফ্রি-কিকে গোল করে ফুটবলামোদীদের প্রশংসায় ভাসেন।
সার্বিয়া চার বছর আগে ব্রাজিলে যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়। তারও আগে ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে হার দিয়ে শুরু করে। এবার অবশ্য জয়ী সূচনাই করলো দলটি। কোস্টারিকার পোস্টে রিয়াল মাদ্রিদ খ্যাত কেইলর নাভাস না থাকলে মধ্য আমেরিকার দেশটিকে হয়তো আরো বড় ব্যবধানে হারতে হতো। তবে সার্বিয়ার জয়টিকে ম্লান করে দেয় নেমানজা ম্যাটিচের ইনজুরি সময়ে বিপক্ষ দলের কোচিং স্টাফদের সাথে বিতণ্ডায় জড়িয়ে পড়ায়। ম্যানচেষ্টার ইউনাইটেডের মিডফিল্ডার ম্যাচটি খেলার বাইরে চলে যাওয়া বলটি কোস্টারিকার সহকারী কোচের কাছ থেকে ছিনিয়ে আনতে গেলেই প্রথমে কথা কাটাকাটি ও পরে অন্যদের সংশ্লিষ্টতায় ধাক্কাধাক্কিতে গড়ায়। রেফারির মধ্যস্থতায় পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয়।
বলকান অঞ্চলের দেশ সার্বিয়া এ জয়ে আত্মবিশ্বাস নিয়েই আগামী শুক্রবার গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। একই দিনে অপর খেলায় গ্রুপের অন্য দুই দল ব্রাজিল ও কোস্টারিকা। কোস্টারিকা চার বছর আগের বিশ্বকাপে তিন সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ইতালি ও উরুগুয়ের গ্রুপে পড়েও শেষ পর্যন্ত কোয়ার্টার খেলেছিল। তবে হারটির পরও অভিজ্ঞ কোচ অস্কার র্যামিরেজ অবশ্য বলেছেন এখনো তাদের সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তিনি বলেন,‘আমরা খেলতে যাচ্ছি ফিফা র্যাংকিংয়ের দ্বিতীয় ও ষষ্ঠ স্থানে থাকা দলের সাথে। এটা কঠিন হতে যাচ্ছে। কিন্তু আমি আমার দলকে বলেছি, এখনই সবকিছু শেষ হয়ে যায়নি।’