ব্রাজিল ভালো করবে, আশা প্রসূনের

লেখক:
প্রকাশ: ৭ years ago

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রসূন আজাদ। ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন। ‘অবগুণ্ঠন’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় পথচলা শুরু তার। এরপর আর পেছনে তাকাতে হয়নি। কাজের শত ব্যস্ততার মধ্যেও সময় বের করে খেলা দেখেন প্রসূন।

বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে আর্থ টাইমস্ ২৪ ডটকম অনলাইনের সঙ্গে কথা হয় প্রসূনের। জানান, বিশ্বকাপে ব্রাজিলের সমর্থক তিনি। প্রসূন বলেন, ‘আমার পছন্দের তেমন কোনো খেলোয়াড় নেই, তবে বরাবরই ব্রাজিলকে সাপোর্ট করে আসছি।’

প্রসূন বলেন, ‘আশা করি রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল ভালো করবে। দলটির সব খেলাই দেখবো সময় বের করে।’ ব্রাজিল ফুটবল দলের জন্য শুভকামনাও করেন তিনি।

এবারের ঈদ প্রসঙ্গে প্রসূন বলেন, ” ঈদ উপলক্ষে বেশ কয়েকটি নাটকে কাজ করেছি। এরমধ্যে ‘মেঘমায়া’ নাটকটি খুব মনে ধরেছিল। কিন্তু বিরিশিতে শুটিং স্পটে অনাকাঙ্খিত ঘটনার জন্য শেষ অবধি নাটকটির ভাগ্যে কি হয়েছে জানি না।’