শেষ হওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচ টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করেছেন সফরকারী দলের ওপেনার ডেভিড ওয়ার্নার। ৪ ইনিংসে দুই সেঞ্চুরিতে তার মোট রান ২৫১। সতীর্থ নাথান লিঁওর সঙ্গে যৌথভাবে সিরিজ সেরার পুরস্কারও পান ওয়ার্নার।
দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল। ২টি হাফ-সেঞ্চুরিতে ১৭০ রান করেন তামিম। ১টি হাফ-সেঞ্চুরিতে ১৫৮ রান নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান গড়
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ২ ৪ ২৫১ ৬২.৭৫
তামিম ইকবাল (বাংলাদেশ) ২ ৪ ১৭০ ৪২.৫০
মুশফিকুর রহিম (বাংলাদেশ) ২ ৪ ১৫৮ ৩৯.৫০
পিটার হ্যান্ডসকম্ব (অস্ট্রেলিয়া) ২ ৪ ১৪৬ ৪৮.৬৬
স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া) ২ ৪ ১১৯ ২৯.৭৫