হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। ৪১৯ যাত্রী নিয়ে বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট রাত সোয়া ৮টার দিকে ঢাকায় অবতরণ করে।
জেদ্দা বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশিতে দীর্ঘসূত্রতার কারণে দুই ঘণ্টা দেরিতে ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়। একই কারণে আগামী ১০ দিন ফ্লাইটে দেরি হবে বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমেদ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট চলবে ৫ অক্টোবর পর্যন্ত।
চলতি মৌসুমে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন ১ লাখ ২৭ হাজার ২২৯ জন হজযাত্রী। বাংলাদেশ বিমানের ১৬৯টি ফ্লাইটে ৬৪ হাজার ৮৭৩ জন হাজি দেশে ফিরবেন। বাকিরা ফিরবেন সাউদিয়া এয়ারে।