পতৌদির নবাব পরিবারের মেয়ে সারা আলী খান। নবাবি আর আগের মতো না থাকলেও তাঁদের পদবি আর নবাববাড়ি তো এখনো টিকে আছে। সারার তাই সেভাবে চলাফেরা করার কথা। কিন্তু নবাব মনসুর আলী খান পতৌদির নাতনি সারা কিনা ফুটপাত থেকে কেনাকাটা করছেন! মানে বলিউডের এই নবাগত নায়িকার অবস্থা এত খারাপ হলো কবে? তবে সারা কিন্তু ফুটপাত থেকে ঈদের কেনাকাটা করেননি। অন্য এক উদ্দেশ্য হায়দরাবাদের সাধারণ এক বাজারে কেনাকাটা করতে যান তিনি।
ভারতের হায়দরাবাদের বিখ্যাত চারমিনার আর মক্কা মসজিদে চারপাশজুড়ে বিশাল বাজার আছে। লাদ বাজার নামে তা পরিচিত। অনেক পুরোনো এই বাজার নাকি গয়নার জন্য বিখ্যাত। সেখানকার গয়না তেমন আহামরি কিছু নয়। রেশমি চুড়ি আর মুক্তার নানা অলংকারের জন্য এই বাজার নামকরা। সেই লাদ বাজারেই মা অমৃতা সিংকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে যান সারা। যদিও এখনো সারার কোনো ছবি মুক্তি পায়নি। কিন্তু সাইফ আলী খানের মেয়ে হিসেবে তিনি সবার কাছে পরিচিত। আর অভিনেত্রী অমৃতা সিংকে কে না চেনেন! কিন্তু আশ্চর্যের বিষয়, লাদ বাজারে তাঁদের কেউ চিনতে পারেনি। চিনতে পারলে এত শান্তিমতো তাঁরা সেখানে কেনাকাটা করতে পারতেন না। একটি ছবিতে দেখা যাচ্ছে, অমৃতা আর সারা নেড়েচেড়ে গয়না দেখছেন। কিন্তু এমন গয়না তো তাঁদের কেনার কথা নয়।
ধারণা করা হচ্ছে, সারা তাঁর নতুন ছবি ‘সিম্বা’র জন্য হয়তো এই কেনাকাটা করছেন। রোহিত শেঠি পরিচালিত এই ছবিতে সারার বিপরীতে অভিনয় করছেন রণবীর সিং। ছবির শুটিং শুরু হয়ে গেছে। তেলেগু ছবি ‘টেম্পার’-এর রিমেক ‘সিম্বা’য় সাধারণ এক মেয়ের চরিত্রে দেখা যাবে সারাকে। এ জন্য লাদ বাজারের গয়নাগুলো তাঁর চরিত্রের সঙ্গে মানানসই। অবশ্য সারার আরেক ছবি ‘কেদারনাথ’-এ তিনি মফস্বলের সাদামাটা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। মানে বাস্তবে সারা যেমন, পরপর দুটি ছবিতে ঠিক বিপরীত চরিত্রে দেখা যাবে তাঁকে।
ক্যারিয়ারের শুরুতেই সারা আলী খান এক মহা ফ্যাসাদে জড়াতে যাচ্ছিলেন। দুই ছবির দুই নির্মাতাকে একই সময় শিডিউল দিয়েছিলেন তিনি। সারার প্রথম ছবি ‘কেদারনাথ’-এর শুটিং একপর্যায়ে আর্থিক কারণে থেমে যায়। শুটিং আবার কবে শুরু হবে, তা-ও ছিল অনিশ্চিত। তাই সেই ছবি শেষ হওয়ার আশায় বসে না থেকে তিনি নতুন ছবি ‘সিম্বা’তে যোগ দেন। ‘কেদারনাথ’ ছবির পরিচালক অভিষেক কাপুর সারার নামে চুক্তিভঙ্গের অভিযোগ এনে মুম্বাই আদালতে মামলা ঠুকে দেন। এই নবাগতার কাছে তিনি ক্ষতিপূরণ হিসেবে পাঁচ কোটি রুপি দাবি করেন। তবে সারাকে অবশ্য এখন আর আদালতে হাজিরা দিতে হবে না। ‘সিম্বা’ ছবির পরিচালক রোহিত শেঠি সারার শিডিউল সমস্যার একটি সমাধান বের করেছেন।
শিডিউল সমস্যার সুরাহা করতে রোহিত শেঠির সঙ্গে বসেন অভিষেক আর তাঁর ছবির নতুন পরিচালক রনি স্ক্রুওয়ালা। রোহিত তাঁদের বোঝান, দুটি ছবির মুক্তিই এ বছর। তাই কোনোটির কাজ ফেলে রাখা যাবে না। তাই সারাকে বাদ দিয়ে অন্য যেসব দৃশ্য আছে, সেসব এখন ধারণ করবেন অভিষেক। আর সেই সময়টা রোহিত সারা আর নায়ক রণবীর সিংকে নিয়ে তাঁর ছবির শুটিং চালিয়ে যাবেন। সারার অংশের কাজ শেষ হলেই তাঁকে রোহিত ছুটি দিয়ে দেবেন। নায়িকা তখন ‘কেদারনাথ’ ছবির বাকি দৃশ্যগুলো শেষ করবেন। তাই সারাকে এখন একই সঙ্গে ‘কেদারনাথ’ আর ‘সিম্বা’ ছবির শুটিং চালিয়ে যেতে হবে।