‘রিয়ালে মাদ্রিদের হয়ে অসাধারণ সময় কাটিয়েছি।’ নিজের ক্যারিয়ারে পঞ্চম, রিয়ালের পরপর তিনটি এবং রেকর্ড ১৩টি চ্যাম্পিয়নস লিগ (ইউরোপিয়ান কাপসহ) শিরোপা জয়ের পর রোনালদোর এমন কথায় অবাক হয়েছিল অনেকে। তবে রোনলদোর রিয়াল মাদ্রিদ সতীর্থরা নাকি খুব একটা অবাক হননি। রোনালদো নাকি তাদের আগেই জানিয়েছে বিষয়টি। লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালই রিয়ালের জার্সিতে রোনালদোর শেষ ম্যাচ। গুঞ্জন চলছে এমনই। আর রোনালদো নাকি বিশ্বকাপের পরে ম্যানচেস্টর ইউনাইটেডে ফিরতে চান।
রোনালদোর ক্লাব ছাড়ার ইঙ্গিতে বেশ অবাক হয়েছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। ক্লাব কর্তৃপক্ষ নাকি এ ব্যাপারে কিছু্ই জানে না। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার খবর অনুযায়ী রোনাদোর সতীর্থরা তার রিয়াল ছাড়ার বিষয়ে আগে থেকেই জানতেন। এমনকি তা চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগেই কোন কোন সতীর্থকে নাকি রোনালদো ব্যাপারটি জানিয়েছেন।
নয় বছর রোনালদো রিয়াল মাদ্রিদে আছেন। ২০০৯ সালে রিয়ালের জার্সি গায়ে চাপান তিনি। এই নয় বছরে রোনালদোকে ছাড়া রিয়ালের কথা কল্পনা করেনি ভক্তরা। রিয়ালের অনেক সাবেক খেলোয়াড় এবং নামি কোচ তো বারং বার বলেছেন, রিয়ালে থেকেই রোনালদো অবসর নেবেন।
কিন্তু জিনেদিন জিদান পদত্যাগ করাই পরপরই নতুন করে গুঞ্জনটা পাখা মেলেছে। রিয়ালের কোচের দায়িত্ব থেকে জিদান সরে দাঁড়ানোর পরপরই গুঞ্জন আসে আগামী মৌসুমে রিয়াল দলে বেশ পরিবর্তন আসবে। এর মধ্যে রোনালদো, বেল এবং বেনজেমার দল ছাড়ার গুঞ্জন বাজারে টাটকা। বিবিসি ত্রয়ী যদি একসঙ্গে রিয়াল ছাড়ে তবে রিয়ালে যে পরিবর্তন আসবে তা সামলে ওঠা রিয়ালের জন্য সহজ হবে তো!