বেটিংয়ে যুক্ত থাকার কথা স্বীকার আরবাজের

লেখক:
প্রকাশ: ৭ years ago

আইপিএলে বেটিংয়ে যুক্ত আছেন এমন অভিযোগে অনেক বলিউড তারকা পুলিশের সন্দেহের তালিকায় আছেন। পুলিশ অনেকের বিষয়ে তদন্তও শুরু করে দিয়েছিল। কিছু প্রয়োজনীয় নথিও সংগ্রহ করে ফেলেছিল। কিন্তু এ তালিকায় সালমান খানের ভাই বলিউড তারকা আরবাজ খান যুক্ত আছেন শুনে অনেকের মাথায় বাজ পড়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, গত মাসের ১৫মে মুম্বাই থেকে চার বুকিকে গ্রেফতার করেছিল থানে পুলিশ। যার মধ্যে ছিল বুকি দলের প্রধান সোনু জালান। জেরার মুখে সোনু তার সঙ্গে আরবাজ খানও ছিলেন বলে স্বীকার করে দেন। তিনি জানান, আরবাজের সঙ্গে তার প্রায় পাঁচ বছর ধরে যোগাযোগ রয়েছে। পরে থানে ‘ক্রাইম ব্রাঞ্চ’ আরবাজকে ডেকে পাঠায়। শনিবার সকালে সোনু ও আরবাজকে মুখোমুখি বসিয়ে জেরা করার একপর্যায়ে মুচড়ে পড়েন আরবাজ খান।

আরবাজ স্বীকার করে নেন, আইপিএলের বেশ কয়েকটি ম্যাচে বেটিংয়ের সঙ্গে জড়িত ছিলেন তিনি। এছাড়া বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচেও বেটিং করার কথা স্বীকার করেন এ দাবাং অভিনেতা। এমনকি বেটিং চক্রের সঙ্গে পাকিস্তানের এক নামজাদা রাজনৈতিক নেতাও যুক্ত আছেন বলে তার কাছ থেকে জানা গেছে।

আরবাজ নাকি আইপিএল বেটিংয়ে সংযুক্ত হয়ে ২ কোটি ৮০ লক্ষ রুপি খুইয়েছেন। সেই অর্থের মালিক নাকি বুকি সোনু। সোনুর ওই অর্থ আদায় করার জন্য বলিউড তারকাকে মৃত্যুর হুমকি দিচ্ছিলেন বলেও গুঞ্জন আছে। সোনু জেরার মুখে আরবাজ খানের নাম ছাড়াও বুকি দলের আরেক হোতা ‘জুনিয়র ক্যালকাটা’ ছদ্মনামের এক বেটিং চক্রের পরিচালকের নাম নাকি জানিয়েছেন।