বরিশাল শহরের ২১০ জন সুবিধাবঞ্ছিত শিশুদের মাঝে ঈদ-উল-ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উচ্ছ্বাস। উচ্ছ্বাসের এবারের অনুষ্ঠানের নাম ঈদের খুশি, সিজন-৩ (ঈদ পোশাকের অনাবিল আনন্দ, জীবনে আনুক বর্ণিল ছন্দ)।
আজ ১ জুন শুক্রবার বিকেল ৩ টায় ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্ছিত এসব শিশুর হাতে পোশাক তুলে দেন উচ্ছ্বাসের স্বেচ্ছাসেবকরা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান, বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর মো: হানিফ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন,
বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ ও সাধারণ সম্পাদক মিন্টু কর, সরকারি ব্রজমোহন কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর স ম ইমানুল হাকিম, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রভাষক বঙ্কিম চন্দ্র সরকার,
ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরি সূর্যানী সমাদ্দার সহ আরো অনেকে। অনুষ্ঠানের সময় স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন ইয়াসিন, মাসুদ, আলামিন, রনি, ইসরাত, আসিফ, মৌ, নিতু, তারিন, প্রান্ত, অনিকা, ফারজানা, লিমা, শুভদ্বীপ, তমাল, পিয়াল, ইলিয়াস, মীম, অনিক, রাসেল, আতিক, সিন্থিয়া, মনি, ইভা, জিনিয়া, সিয়াম, লিজা, বন্যা, মিরাজ সহ উচ্ছ্বাসের ৫০ জন স্বেচ্ছাসেবক।
উচ্ছ্বাস মূলত দুস্থ ও অসহায় মানুষদের নিয়ে কাজ করে পাশাপাশি উচ্ছ্বাসের অঙ্গ সংগঠন “স্বপ্ন পূরণ বিদ্যানিকেতন” যেটা বরিশালের বঙ্গবন্ধু কলোনিতে অবস্থিত, স্কুলটিতে মূলত সুবিধাবঞ্চিত ৯০ জন ছাত্রছাত্রীকে বিনামূল্যে পাঠদান করানো হয়। মানসম্মত পাঠদানের পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ সাধন করাই “স্বপ্ন পূরন বিদ্যানিকেতন” এর মূল লক্ষ্য।