মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পছন্দের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) নিয়োগ দেয়ার পথ বন্ধ করে জারি করা পরিপত্র জারির ২ দিনের মধ্যে তা আবার বাতিল করেছে তথ্য মন্ত্রণালয়।
সোমবার পরিপত্রটি বাতিল করে তথ্য মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়। এরআগে গত ২১ মে পিআরও নিয়োগের নতুন পরিপত্রটি জারি করা হয়।
পরিপত্র অনুযায়ী, এখন থেকে কোনো মন্ত্রণালয় বা বিভাগের চাহিদার ভিত্তিতে তথ্য মন্ত্রণালয়ের তথ্য ও গণযোগাযোগ-১ শাখা বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দফতর ও সংস্থায় পিআরও নিয়োগ দেবে। কোনো মন্ত্রণালয়, বিভাগ, দফতর, সংস্থায় জনসংযোগ কর্মকর্তার চাহিদা থাকলে সরাসরি কোনো ক্যাডারের এবং কোনো কর্মকর্তার নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পদায়নের চাহিদা প্রেরণ করবেন।
কিন্তু এরপর তথ্য ক্যাডারের (বেতার) কর্মকর্তারা এই সিদ্ধান্তের সমালোচনা করতে থাকেন। সোমবার বিসিএস তথ্য-সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতি ওই পরিপত্র সংশোধন করে তা পুনঃবিবেচনার দাবি জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে স্মারকলিপি দেন।
তারা দাবি করেন, পিএসসির নিয়োগের মাধ্যমে তথ্য অধিদফতর, গণযোগাযোগ অধিদফতর ও বাংলাদেশ বেতারের সব কর্মকর্তা একই বুনিয়াদি প্রশিক্ষণ ও বিভাগীয় পরীক্ষার মাধ্যমে চাকরিতে স্থায়ী হন। এক্ষেত্রে পিআরও পদায়নে পিআইডি, গণযোগাযোগ অধিদফতরের কর্মকর্তাদের অগ্রাধিকার দেয়া বৈষম্যমূলক ও অযৌক্তিক।