নেইমার-জেসুস ও কৌতিনহোর সঙ্গে আক্রমণে উইলিয়ান!

লেখক:
প্রকাশ: ৭ years ago

ব্রাজিলের শুরুর একাদশে বার্সেলোনার তারকা কৌতিনহো খেলবেন নাকি চেলসিতে খেলা উইলিয়ান জায়গা পাবেন। এই ছিল ব্রাজিল সংবাদ মাধ্যমের প্রশ্ন। কিন্তু ব্রাজিল কোচ তিতে প্রশ্নবোধক চিহ্নের ধারে কাছে নেই। শুরুর একাদশে যদি তিনি একই সঙ্গে কৌতিনহো-উইলিয়ানকে রাখতে পারেন তবে একজনকে বেছে নেওয়ার প্রশ্নই আসে না। আর তিতে ব্রাজিল দলের অনুশীলনে সেই চেষ্টাই করছেন।

তিতের ব্রাজিলের ত্রিফলা নেইমার-কৌতিনহো এবং জেসুস। কিন্তু দলের দ্বিতীয় অনুশীলনে আক্রমণভাগে নেইমার-জেসুসের সঙ্গে কৌতিনহো-উইলিয়ানের সমন্বয় ঘটিয়েছেন তিতে। জেসুসকে স্টাইকে রেখে নেইমার এবং উইলিয়ানকে দুই উইঙ্গ দিয়ে আক্রমণ শানাবেন ব্রাজিল কোচ। এই তিনজন হবেন ব্রাজিলের আক্রমণের ত্রিফলা। আর চতুর্থ ফলা বার্সেলোনার তারকা কৌতিনহো দলের ‘পেসমেকার’ হিসেবে খেলবেন। অর্থাৎ দলের ‘শ্বাস’ যোগান দেবেন তিনি।

তিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের একজন নির্ভরযোগ্য ‘পেসমেকার’ খুঁজছেন। আর এক্ষেত্রে চীনের ক্লাবে খেলা রেনাতো আগুস্তোর জায়গায় কৌতিনহো খেলবেন শুরুর একাদশে। আগুয়েস্তো শেষের দিকে এসে কোচের মন ঠিক জোগায়ে পারেননি। এছাড়া শাখতার দোনেস্কের ফ্রেড আছেন আগুস্তোর জায়গা পূরণের জন্য। চলতি মৌসুমে দারুণ খেলেছেন ফ্রেড।

ব্রাজিলের এই অনুশীলনে নেইমার পুরো ছন্দে অনুশীলন করেছেন। এছাড়া শুরুতে ব্রাজিল কোচ মিরান্দা এবং মারকুইনোসকে অনুশীলন করিয়েছেন। নেইমার-জেসুস, উইলিয়ান-কৌতিনহোরা এবং মিরান্দা-মারকুইনোসরা এদিন পুরো এক ঘন্টা একসঙ্গে অনুশীলন করেছেন। ইন্টার মিলান ডিফেন্ডার মিরান্দা এবং পিএসজি ডিফেন্ডার মারকুইনোস যদি শুরুর একাদশে খেলেন তবে থিয়াগো সিলভাকে বেঞ্চ গরম করতে হবে।

এছাড়া ব্রাজিল দলের ডাক পেয়ে বিস্ময় সৃষ্টি করা ফ্রেড কঠোর পরিশ্রম করে যাচ্ছেন বলে জানান। তিনি ১৯৯৪ সালের মাজিনহো এবং ২০০২ বিশ্বকাপের কেলবারসনের কথা উল্লেখ করেন। তারা ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলে ছিলেন কিন্তু খেলার সুযোগ পাননি। তবে পরবর্তীতে সেরা তারকা বলেই নাম করেছিলেন। তিনি বলেন, ‘আমরা তাদের থেকে উৎসাহ পেতে পারি। যদি একাদশে সুযোগ নাও আসে দলের সঙ্গে কঠোর পরিশ্রম করে যেতে হবে।’

এসময় তিনি রাশিয়া বিশ্বকাপ শেষে ম্যানসিটি বা ম্যানইউতে যাওয়ার ব্যাপারেও কথা বলেন। দল বদলের ব্যাপারে ক্লাব দুটির পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি। ফ্রেড শুধু বিশ্বকাপ নিয়ে ভাবছেন জানিয়ে বলেন, ‘বিশ্বকাপের পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’