দৈনিক সমকালের গোবিন্দগঞ্জ প্রতিনিধি এনামুল হককে মারধর করার প্রতিবাদে ও চেয়ারম্যান আতিকুর রহমান আতিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে গাইবান্ধা শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমকাল সুহৃদ সমাবেশ, স্থানীয় সাংবাদিক ও সুধি সমাজের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন, সমকাল সুহৃদ সমাবেশ গাইবান্ধা জেলা সভাপতি অঞ্জলী রানী দেবী, উপদেষ্টা প্রফেসর সমীর কুমার সরকার, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মিহির ঘোষ, প্রবীণ ক্রীড়াবিদ রংপুর বিভাগীয় ক্রিকেট আম্পায়ার অ্যাসোসিয়েশনে সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা জাসদের যুগ্ম সম্পাদক জিয়াউল হক জনি, আদিবাসী-বাঙালি সমন্বয় পরিষদের সদস্য সচিব প্রবীর চক্রবর্ত্তী, মানবাধিকার নাট্য পরিষদের জেলা সভাপতি মো. আলম মিয়া, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি মুকুল মাসুদ, দৈনিক আমাদের কণ্ঠের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, সাপ্তাহিক অবিরাম পত্রিকার বার্তা সম্পাদক সঞ্জয় সাহা, সমকালের জেলা প্রতিনিধি উজ্জল চক্রবর্ত্তী, সাদুল্লাপুর প্রতিনিধি শাহজাহান সোহেল, ফুলছড়ি প্রতিনিধি ভবতোষ রায় মনা, সুন্দরগঞ্জ প্রতিনিধি এ মান্নান আকন্দ, সাঘাটা প্রতিনিধি আসাদ খন্দকার, সুহৃদ সদস্য মোস্তফা হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, গোবিন্দগঞ্জের আদিবাসীদের সমস্যা, বিভিন্ন জনপ্রতিনিধির অনিয়ম দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগের কারণে সেখানকার সাংবাদিক সমাজ আজ দুটি ধারায় বিভক্ত। অনেকে লেজুর বৃত্তির মধ্যে জড়িয়ে পড়লেও সাংবাদিক এনামুলসহ সমকালের সাংবাদিকরা এক্ষেত্রে নির্ভিক এবং বলিষ্ঠ ভূমিকা রেখেছে। এরই পরিপ্রেক্ষিতে সাংবাদিক এনামুল হকের ওপর বর্বরোচিত হামলা।
এ সময় বক্তারা হামলাকারী ও গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিককে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাংবাদিক এনামুলের পাশে দাঁড়িয়ে সহযোগিতার আহবান জানান।