বরিশাল বিভাগের ৭ বিচারকের বদলী করা হয়েছে। পাশাপাশি নতুন করে ঝালকাঠী ব্যাতীত ২ জন বিচারক আসছেন বরিশালে। আইন ও বিচার বিভাগ থেকে ১৬ মে স্বাক্ষরিত পদন্নোতির আদেশটি বুধবার ২৩ মে প্রকাশ করা হয়েছে।
এরা হলেন, বরগুনার যুগ্ম জেলা ও দায়রা জজ নুরুল আলম মোহাম্মদ নিপুকে রাজশাহী চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট, ঝালকাঠীর যুগ্ম জেলা ও দায়রা জজ এস.এস নুরুল ইসলামকে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে, বরিশালের যুগ্ম জেলা ও দায়রা জজ আবদুল হামিদকে ফরিদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হিসেবে,
বরিশালের যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ আশরাফুল ইসলামকে ঝালকাঠীর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হিসেবে, পিরোজপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ মাহবুবুর রহমানকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে, পিরোজপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরওয়ার আলমকে বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে,
বরিশালের যুগ্ম জেলা ও দায়রা জজ আবু জাফর মোঃ নোমানকে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে বদলী করা হয়েছে। অপরদিকে মাগুরার যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমান বরিশালে আসছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে, সাতক্ষীরার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এম জাহিদ হাসানকে বরগুনার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হিসেবে বদলী করা হয়েছে।