হারানো বিজ্ঞপ্তি!

লেখক:
প্রকাশ: ৭ years ago

দয়া করে শেয়ার করুন. ইনি কারো বাবা, কারো স্বামী, কারো ভাই !! তাকে হারিয়ে পরিবারে এখন শোকের ছায়া!!

গতকাল সন্ধার পর থেকে এই ভদ্রলোক কে খুজে পাওয়া যাচ্ছে না! মানসিক ভারসাম্যগ্রস্থ লোকটি বাসা থেকে কাউকে কিছু না বলে হঠাৎ বের হয়ে যান ! তারপর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না ! লোকটি বরিশাল সদরেরই কোথাও আছে !

যদি কোন সহৃদয়বান ব্যাক্তি উনাকে কোথাও দেখেন অথবা খুজে পান তবে অনুগ্রহ করে নিম্নোক্ত ফোন নম্বরে কষ্ট করে একটু জানাবেন. হারিয়ে যাওয়া মানুষটির নাম : সমীর কুমার দাস, বয়স : ৬৯, ঠিকানা : রাখালবাবুর পুকুর পাড়, সদর রোড, বরিশাল যোগাযোগ: সুশান্ত দাস : ০১৬৭০৭২২৩৪৩ শুভ : ০১৬১১৪২৪৩২৬ এজাজ : ০১৭৩০১৮৮৭৭২

-প্রচারে পরিবারের সদস্যবৃন্দ