দাগনভূঞায় পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ মুসা আলম মাসুদ (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার খুশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে পুলিশ।
দাগনভূঞা থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, খুশিপুর গ্রামের মুহাম্মদ শাহ আলমের ছেলে মুসা আলম মাসুদকে মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে গ্রেফতার করা হয়। রাত ২টার দিকে তাকে নিয়ে পুলিশ অভিযানে বের হয়। খুশিপুর গ্রামের মতিন চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন এলাকায় পৌঁছলে মাসুদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলিতে মাসুদ নিহত হয়। এ সময় পুলিশের এসআই আবদুর রাহিম, এএসআই মোহাম্মদ ইসমাইল, কনস্টেবল কাঞ্চন ও জসীম আহত হন।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করে ওসি বলেন, মাসুদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও ডাকাতিসহ ৬টি মামলা রয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।