স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গি দমনের পাশাপাশি সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করছে। মাদক দেশের মেধাবী যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ জন্য সারাদেশের মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরির কাজ চলছে। শিগগিরই আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত মাদকবিরোধী বিশেষ ফোর্স মাঠে নামবে।
তিনি শনিবার দুপুরে জেলার পাকুন্দিয়া উপজেলায় নতুন থানা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে থানা ভবন প্রাঙ্গণে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার দেন।
থানা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় এমপি সোহরাব উদ্দিন, আফজাল হোসেন, রাষ্ট্রপতিপুত্র রেজওয়ান আহম্মেদ তৌফিক, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এম. এ. আফজল, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, ইউএনও অন্নপূর্ণা দেবনাথ, পৌর মেয়র আখতারুজ্জামান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
পাকুন্দিয়ায় ছয় কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণসহ পুলিশ বাহিনীর আধুনিকায়নে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজ থেকে মাদককে চিরতরে নির্মূল করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম ও জনপ্রতিনিধিদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা বাড়াতে কাজ করা হচ্ছে। পরে বিকেলে মন্ত্রী উপজেলার জাংলিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন।