আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে। আগামী ৫, ৭ ও ৯ জুন ম্যাচ তিনটি ভারতের দেরাদুনে অনুষ্ঠিত হওয়ার কথা। দু’একদিনের মধ্যে আসবে ম্যাচ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা। তবে বিসিবি’র কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে দেরাদুনের কন্ডিশন।
এর আগে বিসিবি’র পক্ষে থেকে দেরাদুন থেকে ম্যাচ সরিয়ে ব্যাঙ্গালুরু বা কলকাতায় করার জন্য আলাপ করা হয়। তবে শেষ পর্যন্ত সে আলোচনা আলো দেখেনি। ভারতের উত্তরাখন্ডের দেরাদুনেই হবে সিরিজটি। তবে সেখানে এখন তীব্র গরমে হাসফাস করছে জীবন। জুনে তা আরো বেড়ে দাঁড়াবে ৪০ ডিগ্রর কাছাকাছি। এছাড়া ধূলিঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতার মধ্যে আছে অঞ্চলটি।
ভারতের বেশ কয়েকটি রাজ্যে ধূলিঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা জারি করেছে দেশটি। সে তালিকায় আছে উত্তরখন্ডের নাম। প্রচণ্ড গরম ও বজ্রবৃষ্টি হচ্ছে অঞ্চলটিতে। বিসিবি’র চিন্তা সেখানকার গরম নিয়ে। বিসিবি কর্তা এ বিষয়ে বলেন, ‘আমরা কলকাতার ইডেন গার্ডেনে খেলতে চেয়েছিলাম। সেখানে সিরিজটি হলে ভালো হতো। দেরাদুনে খেলা দেখতে কে যাবে? এটা ছিল আমাদের একটা ইস্যু।’
তবে ভেন্যুটা দেখার পর নতুন ইস্যু যোগ হয়েছে তাতে। ভেন্যুতে কোন সমস্যা নেই কিন্তু সেখানকার গরম নিয়ে দারুণ চিন্তিত বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমরা দেরাদুনের তাপমাত্রা নিয়ে একটু চিন্তিত। সন্ধ্যায়ও নাকি সেখানে তাপমাত্র থাকে ৩৫ ডিগ্রির ওপরে। ওই তাপমাত্রায় ক্রিকেটাররা মানিয়ে নিতে পারবে কিনা সেটাই এখন চিন্তা।’