নকল ও ভেজাল ওষুধ বিক্রয়ের অভিযোগে রাজধানী ঢাকার বাবুবাজারে পাঁচজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার বিকেল চারটা থেকে আজ মঙ্গলবার ভোররাত চারটা পর্যন্ত র্যাব-৩ ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতায় বাবুবাজারে পাইকারি ওষুধের দোকানগুলোয় ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। এ তথ্য জানিয়েছেন র্যাবের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
কারাদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন মো. খায়রুল ইসলাম রবিন (৩০), সুমিত দাস (৩০), দিপু বর্মন (২৫), আবিদ হোসেন (২২) ও আবদুস সাত্তার (৩৬)।
এ সময় নকল ভ্যাকসিন, নকল বিদেশি ওষুধ, এমনকি বিক্রয়নিষিদ্ধ সরকারি ওষুধসহ প্রায় ১৫ কোটি টাকার নকল ও ভেজাল ওষুধ জব্দ করা হয়।
অভিযানে অংশ নেন র্যাব-৩-এর উপ-অধিনায়ক মেজর রাহাত, কোম্পানি কমান্ডার মেজর মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার ফয়জুলসহ র্যাবের ছয়জন কর্মকর্তা। বিভিন্ন পর্যায়ের ৮০ জন র্যাব সদস্য এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের ছয়জন বিশেষজ্ঞ কর্মকর্তা অভিযানে অংশ নেন।