বরিশালে সৌন্দর্য জগতে নতুন “রোজ হ্যাভেন” বিউটি পার্লার

লেখক:
প্রকাশ: ৭ years ago

“রোজ হ্যাভেন” বিউটি পার্লার। পার্লার জগতের এক অন্যান্য প্রতিষ্ঠান। কথায় নয়, কাজেই বাস্তব প্রমাণ। বরিশাল শহরের প্রাণ কেন্দ্র সিএন্ডবি রোড চৌমাথা সংলগ্ন বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টি,সি,সি) এর অপরপার্শ্বে সম্পূর্ণ মনোরম পরিবেশে স্পেশালিষ্ট বিউটিশিয়ান দ্বারা পার্লারটি পরিচালিত হচ্ছে। এখানে মহিলাদের বৌ-সাজানো থেকে শুরু করে পার্টি মেকাপ, ব্রাইডাল মেকাপ, হেয়ার কাটিং, হেয়ার রিবডিং, হেয়ার স্ট্রেট, ফেসিয়াল, আই ভ্রু প্ল্যাক, বডি ম্যাসেজ সহ পার্লারের যাবতীয় কাজ করা হয়।

সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানটিতে রয়েছে “লেডিস টেইলার্স”। সাথে আছে বাহারি সব কসমেটিক্সের মালামাল, ভ্যানিটি ব্যাগ, পার্টস ব্যাগ, বিভিন্ন নামিধামি ব্র্যান্ডের সুন্দর ডিজাইনের জুতা, বুটিক্সের মালামাল, টু-পিচ, থ্রি-পিচ ইত্যাদি। সর্বোপরি মহিলাদের নিত্যপ্রয়োজনীয় ব্যাবহার্য জিনিসপত্রের বিপুল সমারোহ। সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়ায় প্রতিষ্ঠানটি পরিচালনায় রয়েছেন জনপ্রিয় বিউটিশিয়ান হ্যাপি আক্তার শুভার্থী।

বিঃদ্রঃ বাসায় গিয়ে বৌ সাজানো হয়