বরাবরের মতো এবারও ভালো ফল করেছে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল। দেশের অন্যতম সেরা এই প্রতিষ্ঠানে এ বছর এসএসসিতে পাসের হার ৯৯ দশমিক ৮৯ ভাগ।
রোববার দুপুরে স্কুলটিতে গিয়ে দেখা যায়, ফলপ্রত্যাশি শিক্ষার্থী-অভিভাবকদের উৎকণ্ঠা। সবাই অধির আগ্রহে ফলের জন্য অপেক্ষা করছে। দীর্ঘ প্রতীক্ষার পর দুপুর ২ টার দিকেই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশিত হয়। ফল শোনার পর আনন্দ-উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা। নাচ-গানে বিদ্যালয় প্রাঙ্গনকে মাতিয়ে তোলে তারা। সঙ্গে থাকা অভিবাবকেরাও যোগ দেন তাতে। শিক্ষার্থীদের দল বেঁধে সেলফি তুলতে দেখা যায়।
এবার এক হাজার ৮০৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে এক হাজার ৮০৭ জন। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৫৬৬ জন।
দুজন শিক্ষার্থী একটি করে পরীক্ষা না দেওয়ায় অকৃতকার্য হয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে এক হাজার ৫৬৯ জন ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ২৪০ জন পরীক্ষায় অংশ নেয়। ব্যবসা শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৯৮ জন।
প্রতিক্রিয়ায় অধ্যক্ষ ড. শাহান আরা বেগম বলেন, তাদের শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে। শিক্ষকদের প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা আর শিক্ষার্থীদের পরিশ্রমের ফসল এ ফল। এতে তারা সন্তুষ্ট। সাফল্যের এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।