ময়মনসিংহের ফুলপুরে দাখিল পরীক্ষায় ফেল করায় চিরকুট লিখে এক মেধাবী ছাত্রী ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।
নিহত মনি আক্তার উপজেলার আইটকান্দি ইউনিয়নের মারা দেওরা গ্রামের মঞ্জুরুল হকের মেয়ে ও ইছবপুর দাখিল মাদ্রাসার ছাত্রী।
রোববার দুপুরে উপজেলার আইটকান্দি ইউনিয়নের মারাদেওরা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত মনি আক্তার এবছর স্থানীয় ইছবপুর দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। রোববার ফল প্রকাশের পর অকৃতকার্য হয়েছে জানতে পেরে নিজ বসত ঘরে মৃত্যুর জন্য কেউ দায়ী নয় চিরকুট লিখে রেখে আত্মহত্যা করে।
মঞ্জুরুল হকের দুই মেয়ে মধ্যে সে ছিল বড়। পরিবারের লোকজন অন্যত্র বেড়াতে যাওয়ায় বাড়িতে সে একা ছিল।
ঘটনাস্থলের পাশের বাড়ির শহিদুল ইসলাম জানান, পাশাপাশি বাড়ির লিপি আক্তার, লাইলী আক্তার ও মনি আক্তার এ বছর দাখিল পরীক্ষায় অংশ নেয়। তারা ৩ জন একত্রে মোবাইলে খবর নিয়ে জানতে লিপি ছাড়া বাকি দুই জন অকৃতকার্য হয়েছে। পরে মনি আক্তার ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কিছু সময় পর দুই বান্ধবী গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
ইছবপুর দাখিল মাদরাসার দপ্তরী ছাইদুর রহমান জানান, সে ছাত্রী হিসেবে ভালো ছিল। তাই ফেল করার কষ্ট সইতে পারে নাই।