বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা

লেখক:
প্রকাশ: ৭ years ago

দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টার পূর্বাভাসে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এতে বলা হয়, সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ ও শিলা বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওতৎসংলগ্ন এলাকায় পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও আবাহাওয়া অধিদফতর জানিয়েছে।