বরিশালে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে কর্মশালা

লেখক:
প্রকাশ: ৭ years ago

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে যোগাযোগ ও সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ এপ্রিল) সকালে বরিশালের শেরে-ই বাংলা মেডিকেল কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান।

প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গিয়াসউদ্দিন আহমেদ, যুগ্ম-সচিব মো. সাবের হোসেন, বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম, যুগ্ম-সচিব বিজয় ভূষন পাল, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান এবং সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু।

প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য প্রাথমিক বিভাগের কর্মকর্তাসহ সব শিক্ষকের প্রতি আহ্বান জানান।

কর্মশালায় বরিশালের ৬ জেলা ও সব উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা এবং প্রাথমিক শিক্ষকরা উপস্থিত ছিলেন।