বরিশালের সন্তান কাজী নেওয়াজের রচনায় “অপেক্ষা এবং বাকিসব গল্প” (ভিডিও)

লেখক:
প্রকাশ: ৭ years ago
অপেক্ষা এবং বাকিসব গল্প

সোহেল আহমেদ.

গ্রামের বিধবা দরিদ্র মায়ের একমাত্র সন্তান অরুন লেখাপড়া করতে শহরে পাঠালেন। অচেনা শহরে অরুণ যখন নিরুপায় দেখা হয়। ঐষির নামের বড় লোকের কন্যার সাথে। পরিচয় মেলে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অভির সাথে। পরিচয় থেকে গড়ে ওঠে দুজনের বন্ধুত্ব। তারপরের গল্পটি শুধুই হাসি কান্না ভালোবাসার!

এরকমই এক অসাধারণ কাব্য নিয়ে নির্মাণ করা নাটক “অপেক্ষা এবং বাকি সব গল্প” নিয়ে Rtvর পর্দায় হাজির হয়েছেন বরিশালের তরুন লেখক,নাট্যকার কাজী নেওয়াজ। নাটকটি সম্পূর্ণ ভাবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে, নতুল্লাবাদ,রাজা বাহদুরশাহ সড়কসহ বিভিন্ন এলাকায় চিত্রায়ন করা হয়েছে। বিগ ব্যাং এন্টারটেইনমেন্ট বিডি প্রযোজিত, অগ্রগামী প্রোডাকশন হাউজ নিবেদিত নাটকটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব।

বরিশালের সন্তান পরিচালক সুব্রত সঞ্জীব অনেক যত্ন ও একঝাক তরুন প্রতিভাবান ছেলেমেয়ে নিয়ে নাটকটি নির্মান করেছেন।পরিচালকের স্বপ্ন বরিশালের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান তরুণ-তরুণীর স্বপ্ন পুরনের প্লাটফর্ম পাবে। তার নিজস্ব প্রোডাকশন হাউজ অগ্রগামী প্রোডাকশন হাউজ থেকে নিয়মমিত কাজ করার লক্ষ্য নিয়ে কাজ করবেন বলে আথ্টাইমস্২৪ ডটকম পত্রিকাকে জানান।

এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, ঊর্মীলা শ্রাবন্তী কর ,সাইদ জামান শাওন ,সালেহ খানম ,নাদিয়া নদী ,পাপিয়া জেসমিন, বাদল সিকদার, আলমগীর হোসেন, জুয়েল মাহমুদ, কবির খান,আলী, সোহাগ মৃধা, জেমি,মালা শরিফ, মেহরাজসহ আরো অনেকে। চিত্রগ্রহণ করেছেন মীর হান্নান,সম্পাদনায় জাহাঙ্গীর আলম,সহকারী পরিচারনা প্রিন্স মেহেদি।

নাটকের গল্প সম্পর্কে জানতে চাইলেন কাজী নেওয়াজ আথ্টাইমস্২৪ ডটকম পত্রিকাকে জানান, দক্ষিনাঞ্চলের ইতিহাস এবং এখানকার বিভিন্ন ঐতিয্যকে ফুটিয়ে তোলার জন্য আপ্রান চেষ্ঠা করেছি। অসম্ভব সুন্দর পরিবেশে থেকেও ভালোবার ক্ষেত্র তৈরি হতে পারে, তারই চিত্র নাটকে দেখা যাবে।

নাটকে দেখা যাবে, অভি অরুনকে বন্ধু হিসেবে গ্রহন করে। অভি পছন্দ করে নিলাকে। নিলার ভাইয়ের মেয়েকে প্রাইভেট পড়ায় অরুন। অরুনের দেয়া উপহার নুপুর জোড়া দেখে অরুনের প্রতি গভীর ভালবাসার সৃস্টি হয়। ঐষি অরুনকে খুজঁতে গ্রামের বাড়িতে যায়।  ঐষি অরুনকে ভার্সিটিতে খুজঁতে যায় কিন্তু দেখা পায় না। ঐষি অরুন কে সারপ্রাইজ দিতে ভার্সিটির সামনে অপেক্ষা করে। অরুন জীবিত না মৃত, মায়ের স্বপ্ন পূরন হবে নাকি অরুন না ফেরার দেশে চলে যাবে তা দেখতে চোখ রাখুন আগামীকাল ২৮ এপ্রিল শনিবার রাত ৮টায় Rtv এর পর্দায়।