বিশ্ব একাদশে খেলবেন সাকিব-তামিম

লেখক:
প্রকাশ: ৭ years ago

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ৩১ মে বিশ্ব একাদশ একটি চ্যারিটি ম্যাচ খেলবে। আর এতে খেলার জন্য আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল এবং টি২০ অধিনায়ক সাকিব আল হাসান। এর আগে তামিম বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে গিয়ে তাদের বিপক্ষে টি২০ সিরিজ খেলেছেন। তবে এবার তার সঙ্গে যোগ হচ্ছে সাকিবের নাম।

বিশ্ব একাদশের অধিনায়কত্ব করবেন ইংল্যান্ড অধিনায়কব ইয়ন মর্গান। এছাড়া এতে অংশ নেওয়ার ব্যাপারে এরইমধ্যে নিশ্চয়তা দিয়েছেন পাকিস্তানের শোয়েব আফ্রিদি এবং শোয়েব মালিক। শ্রীলংকার থিসারা পেরেরা এবং আফগান বিস্ময় স্পিনার রশিদ খানও খেলবেন এ ম্যাচে।

গত বছরের সেপ্টেম্বরে ক্যারিবিও অঞ্চলে হ্যারিকেন ঝড় হার্ভি, ইরমা ও মারিয়া আঘাত হানে। এতে অঞ্চলটির অনেক স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্য থেকে পাঁচটি স্টেডিয়াম সংস্কারের সহায়তা দেওয়ার জন্য এই ম্যাচের আয়োজন করা হচ্ছে। তবে বিশ্ব একাদশের বাকি খেলোয়াড়দের নাম এখনো ঠিক হয়নি।

সাকিব আল হাসান বর্তমান আইপিএল খেলতে ভারতে আছেন। তবে ইনজুরির কারণে খেলার বাইরে আছেন তামিম ইকবাল। ইনজুরির বাগড়ার কারণে তিনি খেলতে পারছেন না বাংলাদেশের ঘরোয়া লিগ বিসিএলের ম্যাচ। জুনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে সুস্থ হয়ে যাবেন বলে এর আগে তামিম আশা প্রকাশ করেছেন। তাই ৩১ মে তিনি খেলতে পারবেন কিনা তা এখনো  নিশ্চত না। তবে তামিম বিশ্ব একাদশের হয়ে ডাক পেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন।

বিশ্ব একাদশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। এতে ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দেবেন কালোর্স ব্রাফেট। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরণ ব্যাটসম্যান ক্রিস গেইল, আন্দে রাসেল, মারলোন স্যামুয়েলসরা খেলবেন এ ম্যাচে।