এবার ড্রেনে পড়া গাভী উদ্ধার ফায়ার সার্ভিসের

লেখক:
প্রকাশ: ৭ years ago

চড়ুই পাখি, বিষধর সাপ ও চোরাবালিতে আটকে যাওয়া গাভীর পর এবার রাজশাহী মহানগরীর সড়কের পাশের ড্রেনে পড়ে যাওয়া একটি গর্ভবতী গাভীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার দুপুরে রাজশাহীর কলাবাগান ঘোষপাড়া মোড় এলাকায় গাভীটি রাস্তার পাশে ঘাস খেতে গিয়ে ড্রেনে পড়ে যায়। পেটে বাচ্চা থাকায় পড়ে যাওয়ার পর আর কোনোভাবেই উঠে আসতে পারছিলো না সেটি। স্থানীয়রা চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। পরে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে তারা এসে গরুটিকে উদ্ধারের তৎপরতা শুরু করেন। প্রায় ১০মিনিট চেষ্টার পর ড্রেন থেকে গরুটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান,  ড্রেনে গাভী পড়ে যাওয়ার খবর পেয়ে ডুবুরি ইউনিটের প্রধান নুরন্নবীকে সঙ্গে নিয়ে সেটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে যান তিনি। পরে তার নেতৃত্বে গাভীটি ড্রেন থেকে উদ্ধার করা হয়। এই কাজে স্থানীয়রাও সহযোগিতা করেন। উদ্ধারের পর গাভীর মালিক আলামিন হোসেনকে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। কাজটি করতে পেরে তার ইউনিটের সবাই খুশি।

ফরহাদ হোসেন বলেন, এর আগেও তারা আলুপট্টিতে বিদ্যুতের তারে আটকে যাওয়া চড়ুই পাখি, পদ্মার চোরাবালিতে আটকে যাওয়া গাভী, কুমারপাড়া এলাকা থেকে বিষধর সাপ উদ্ধার করেছেন। তাদের এসব উদ্যোগ দেখে নগরবাসী এখন এমন কোনো সংকট তৈরি হলেই ফায়ার সার্ভিসকে খবর দিচ্ছেন।