মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে মোবাইল নেটওয়ার্ক ব্যবহারের জন্য ইউএসএসডি (আনস্ট্রাকচারড সাপ্লিমেন্টারি সার্ভিস ডাটা) কোড ডায়ালের সেশনভিত্তিক মূল্য নির্ধারণের সিদ্ধান্তে সম্মত হয়েছে মোবাইল ফোন অপারেটর এবং মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।
তবে এ মূল্য নির্ধারণের ফলে গ্রাহকদের অর্থ লেনদেনের ব্যয় বাড়বে না।
সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে মোবাইল ফোন অপারেটর, মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানসহ টেলিযোগাযোগ খাত সংশ্নিষ্টদের বৈঠকে এ ব্যাপারে সব পক্ষ সম্মত হয়। বৈঠক সংশ্নিষ্ট দায়িত্বশীল সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সূত্র জানায়, মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে মোবাইল নেটওয়ার্ক ব্যবহারের জন্য প্রতি ৯০ সেকেন্ডে এক সেশন হিসাবে ৮৫ পয়সা ইউএসএসডি মূল্য পরিশোধ করতে হবে। এক্ষেত্রে দুটি এসএমএসও এই মূল্যের মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে। অর্থ লেনদেন ছাড়া শুধু অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার ক্ষেত্রে এই মূল্য হবে ৪০ পয়সা। এ ব্যাপারে বিটিআরসি শিগগিরই একটি নির্দেশনা জারি করবে বলেও জানা গেছে।
বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠানোর জন্য ৫ টাকা হারে চার্জ দিতে হয়। এ ছাড়া ক্যাশ আউটের ক্ষেত্রে প্রতি হাজারে ১৮ টাকা ৫০ পয়সা চার্জ দিতে হয়। এই অর্থের ৯৩ শতাংশ মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান এবং তাদের এজেন্টরা পায়। বাকি ৭ শতাংশ পায় মোবাইল অপারেটররা। তবে নেটওয়ার্কে ইউএসএসডি ডায়ালের জন্য কোনো চার্জ ছিল না। সূত্র আরও জানায়, ইউএসএসডি চার্জ আরোপ হলেও গ্রাহকদের অর্থ লেনদেনে ব্যয় বাড়বে না।