‘বর্তমান সময়ের পুলিশ মানে জনগণের বন্ধু’-স্বরাষ্ট্রমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৭ years ago

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমানে জনগণের বন্ধু হিসেবে পরিণত হয়েছে পুলিশ। আজ রমনা পার্কের পুলিশের আয়োজিত সংগীত অনুষ্ঠান তার প্রমাণ। আজ শনিবার রাজধানীর রমনা পার্কে পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংগীত আয়োজনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

শনিবার সকাল সাড়ে ১০টা ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অনুষ্ঠান সংগীত ‘আলোকের এই ঝর্ণা ধারায়’ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। অনুষ্ঠানে জেমস, সালমা লুইপা, ঐশী এবং পুলিশের সাংস্কৃতিক দলের সদস্যরা গান পরিবেশন করবেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশের বর্ষবরণের অনুষ্ঠানে মানুষের ঢল নেমেছে। পুলিশ তাদের নিরাপত্তায় নিয়োজিত। ঢাকা মেট্রােপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের আইজিপি ড. জাভেদ পাটোয়ারি।