বাংলা নববর্ষের শুভেচ্ছা ট্রাম্পের

লেখক:
প্রকাশ: ৭ years ago
ডোনাল্ড ট্রাম্প

বাংলাদেশসহ বিশ্বের সব বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্পের পক্ষে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জন জে. সুলিভান এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, বাংলা ভাষাভাষী মানুষদের জন্য পহেলা বৈশাখ সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি উদযাপনের সুযোগ এক বড় সুযোগ। এই ঐতিহ্যবাহী উৎসব শোভাযাত্রা, মেলা আর নাচের মধ্য দিয়ে উদযাপন করা হয়ে থাকে।

মার্কিন অর্থনীতি ও সংস্কৃতিতে উল্লেখ্যযোগ্য অবদান রাখার জন্য আমেরিকান বাংলাদেশিকে কমিউনিটিকে ধন্যবাদ জানানো হয় বিবৃতিতে। এছাড়া বাংলাদেশিদের জন্য নতুন বছরটি যেন আারও সমৃদ্ধ হয় সেই শুভ কামনা জানিয়ে বলা হয়-‘শুভ নববর্ষ’।

আজ শুক্রবার সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কালের মহাতরঙ্গে বাংলা পঞ্জিকা থেকে মিলিয়ে যাবে একটি বছর। শনিবার সূর্যোদয় নব প্রত্যাশার ডানা মেলে ঝলমলিয়ে উঠবে নতুন বছরের আবেশে। আজ শুক্রবার, বঙ্গাব্দ ১৪২৪-এর ৩০ চৈত্র, বছরের শেষ দিন, চৈত্রসংক্রান্তি। আজ থেকে বাংলা পঞ্জিকা থেকে মহাকালের কৃষ্ণগহ্বরে চিরতরে হারিয়ে যাবে বঙ্গাব্দ ১৪২৪।