রাজধানীতে রমনার বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব উন্মুক্ত স্থানে পহেলা বৈশাখের (বাংলা নববর্ষ) অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। তবে রবীন্দ্র সরোবরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠান সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে।
পহেলা বৈশাখের নিরাপত্তা নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি বলেন, এবারও পহেলা বৈশাখের অনুষ্ঠান উপলক্ষে নারী উত্যক্তকারীদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গঠন করেছে বিশেষ টিম। ইভ টিজিং প্রতিরোধে এ টিম কাজ করবে। নারী উত্যক্তকারীদের মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সাজা দেওয়া হবে।
তিনি আরও বলেন, অনুষ্ঠানস্থলে ধূমপান করা যাবে না। কেউ ধূমপান করলে তাকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হবে।
এছাড়া নববর্ষের অনুষ্ঠানে ভুভুজেলা নিষিদ্ধ করা হয়েছে। কোনো ধরনের ভ্যানিটি ব্যাগ, ট্রলি, ব্যাগ, হাতব্যাগ, নেলকাটার, দাহ্য বস্তু নিয়ে শোভাযাত্রা বা অনুষ্ঠানে ঢোকা যাবে না।